বছরে ৫০ হাজার ডলারের চাকরির বিকল্প ৫টা সহজ সাইড বিজনেস


Blog Thumbnail

চাকরি ছাড়াই বছরে ৫০ হাজার ডলার ইনকাম করা শুনতে গল্প মনে হলেও, এই ৫টা সাইড হুস্টল আপনাকে সেটা করে দেখাতে পারে। শুধু ইচ্ছা আর একটু চেষ্টা হলেই হবে।

এখনই ফ্রিল্যান্সিং শুরু করুন, চাকরির বিকল্প তৈরি করুন

ফ্রিল্যান্সিং মানেই স্বাধীনতা, আর এই স্বাধীনতা দিচ্ছে ইনকামও।

একটা ল্যাপটপ আর ইন্টারনেট থাকলেই এই সব কাজ শুরু করা যায়। বন্ধু-বান্ধবদের বলুন আপনি কী করছেন, বা LinkedIn-এ পরিচিতদের ইনবক্স করুন। কিভাবে করবেন সেটা বড় কথা না মেইন জিনিস হইল আপনি শুরু করছেন কিনা।

LinkedIn ঘোস্টরাইটার: অন্যের হয়ে লিখে ইনকাম

সবাই চায় নিজের কাজটা অন্যদের চোখে পড়ুক আপনি সেই স্বপ্নটা সত্যি করতে সাহায্য করতে পারেন।

একজন LinkedIn ঘোস্টরাইটার হিসেবে অন্যদের হয়ে পোস্ট লিখে, কমেন্টে রিপ্লাই দিয়ে আর ব্র্যান্ড গড়ে দিয়ে আপনি মাসে হাজার ডলার ইনকাম করতে পারেন। তিনজন ক্লায়েন্ট থাকলেই চাকরির বিকল্প ইনকাম সম্ভব। প্রতিদিন এক ঘণ্টা কাজ, আর বাকি সময় আপনার নিজের।

অটোমেশন এক্সপার্ট: সবার কাজকে সহজ করে দিন

অনেকেই কাজের চাপ সামলাতে পারে না আপনি যদি অটোমেশনের খুটিনাটি শিখে যান, তাদের জীবন একদম পাল্টে দিতে পারেন।

Zapier, Make, Airtable এই জিনিসগুলো শিখে অন্যদের ম্যানুয়াল কাজকে অটোমেট করে দিন। দুইটা প্রজেক্টে মাসে $2500 ইনকাম করা সম্ভব। চাই শুধু শিখে-দেখিয়ে-আবার শেখানো এই চক্রটা চালিয়ে যান।

পার্সোনাল ফিক্সার: কারো জীবনকে গুছিয়ে দিন

আপনি যদি ঝটপট কাজ করতে পারেন, তবে অন্যের জন্য “ফিক্সার” হইয়া যান এই কাজটা চরম মজার।

আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, প্ল্যান বানাবেন, অনলাইন শপিং থেকে শুরু করে ট্রিপের রুটিনও বানিয়ে দিবেন। ছয়জন ক্লায়েন্ট, প্রত্যেকে মাসে $750 দিলেই আপনার ইনকামের টার্গেট পূরণ।

ভিডিও এডিটর: কনটেন্ট ক্রিয়েটরের ছায়াসঙ্গী হোন

ভিডিও কনটেন্ট এখন সবার প্রয়োজন আপনি যদি একটু এডিটিং পারেন, তাহলে এই মার্কেট আপনার জন্য তৈরি।

Descript বা Final Cut Pro শিখে ফেলুন। একজন ভালো এডিটর হিসেবে পরিচিত হয়ে যান, মাসে ৯ জন ক্লায়েন্ট ধরতে পারলে চাকরির টাকাটা উঠে যাবে। প্রথম ক্লায়েন্টের কাছ থেকে টেস্টিমোনিয়াল নিন, তারপর সবাইকে দেখান আপনি কী পারেন।

অ্যাকাউন্টেবিলিটি পার্টনার: মানুষকে প্রতিশ্রুতি রাখতে সাহায্য করুন

লোকজন অনেক কিছু করার কথা বলে, কিন্তু করে না আপনি তাদের পাশে থেকে সেটা করিয়ে দিতে পারেন।

সপ্তাহে একবার চেক-ইন করে, মোটিভেট করে, তাদের জার্নিতে সাথী হোন। ১৭ জন ক্লায়েন্ট হলে $250×17 = চাকরির বিকল্প ইনকাম। এটা করতে গিয়ে আপনি নিজেও ডিসিপ্লিন শিখে ফেলবেন।

আজই শুরু করুন, আগামীর জন্য পথ তৈরি করুন

আপনি চাইলে এই বছরেই আপনার নিজের বিজনেস বানিয়ে ফেলতে পারেন। LinkedIn লেখা, অটোমেশন, ফিক্সার সার্ভিস, ভিডিও এডিটিং বা কারো পাশে থাকা এইগুলো হইল বাস্তব সাইড হুস্টল, যেগুলা দিয়ে আপনি নিজের ভবিষ্যৎ বানাতে পারেন। শুরু করুন আজ, বাকিটা আসবে নিজেই।

#entrepreneurship#career